বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। তার মধ্যে ঢাকার বাতাসও দিন দিন আরও দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরু থেকেই ঢাকার বাতাসের মান ছিল খুবই অস্বাস্থ্যকর।
তারই ধারাবাহিকতায় শনিবার (১ মার্চ) সকালেও ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, সকাল ৯টায় ৩০৪ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত হিসেবে চিহ্নিত হয়েছে। ২৩৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং এবং ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
বায়ুর মান পরিমাপের সূচক একিউআই অনুযায়ী, ৩০১-এর বেশি স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি উপাদানের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য বায়ুদূষণ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। এটি স্ট্রোক, হৃদরোগ, শ্বাসযন্ত্রের সংক্রমণ ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে।