আগামী ২০২৫ সাল থেকে টঙ্গী ইজতেমা ময়দানে কোনো ইজতেমা বা তাবলিগি কার্যক্রম পরিচালনা করা যাবে না, এই শর্তে ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন করার অনুমতি পেয়েছে।
আজ (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর ১৪-১৬ ফেব্রুয়ারি সাদপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।
এছাড়া, প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া শুরায়ী নেজাম (মাওলানা মোহাম্মদ জুবায়ের) অনুসারীদের ইজতেমা ৫ ফেব্রুয়ারি শেষ হবে এবং ৬ ফেব্রুয়ারি মাগরিবের পর তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করবেন। এরপর, সাদপন্থিরা ১৪-১৬ ফেব্রুয়ারি তাদের ইজতেমা শেষ করে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের পর ময়দান প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করবেন।
এদিকে, ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের কাছে হস্তান্তর করা হবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব ইজতেমা ২০২৫ এর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে চায়, তবে আগামী বছর থেকে টঙ্গীতে তাবলিগি কার্যক্রম না করার শর্তটি বাস্তবায়িত হবে।