রাজধানীর কাজীপাড়ার একটি আবাসিক হোটেলে এক নারীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। রবিবার রাতে ১০ থেকে ১২ জনের একটি দল ওই নারীকে ধর্ষণ করেছে বলে কাফরুল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের এক গার্মেন্টস কর্মী তার স্বজনদের নিয়ে কাফরুল থানায় হাজির হয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন।
ভুক্তভোগী নারীর প্রতিবেশী সোনিয়ার বরাত দিয়ে জানা যায়, গত বছর বিল্লাল ও সুমি নামের বিদেশে পাঠানোর দালালচক্রের সদস্যদের কাছে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ভুক্তভোগী ২ লাখ টাকা দেন। রবিবার সকালে মেডিক্যাল চেকআপের নাম করে শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কিছু নারী উপস্থিত ছিলেন। সন্ধ্যায় অন্য নারীরা চলে গেলে ভুক্তভোগীকে রাতভর একের পর এক ব্যক্তি ধর্ষণ করে। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হোটেল থেকে বের হন এবং কাফরুল থানায় অভিযোগ দায়ের করেন।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মালিক ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।