মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে বরিশাল থেকে ঢাকায় এসে নিখোঁজ হন ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবা।
রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুবার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি ভালো আছি, সুখে আছি।’
ভিডিওতে ক্যামেরার পেছনে থাকা একজন তাকে প্রশ্ন করেন, বাবার সঙ্গে কথা হয়েছে কিনা। জবাবে সুবা বলেন, ‘হ্যাঁ।’ এ সময় বাবার কাছে ফেরার সম্মতিও জানান তিনি।
জানা গেছে, সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় আসে সে। সুবার বাবা ইমরান রাজিবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিখোঁজ কন্যাকে খুঁজে পেতে অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করেছেন এবং পরিবারকে সাহায্যের হাত বাড়িয়েছেন।
সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান, সুবার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করায় তার পরিবার মহাখালী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হওয়ায় চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা।
রোববার সন্ধ্যা ৬টার দিকে সুবা তার বয়সে ছোট এক ফুফাত ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। পরে তারা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশের তৎপরতায় সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে সে নওগাঁয় পৌঁছায় এবং কে তাকে নিয়ে গিয়েছিল, তা নিয়ে এখনও তদন্ত চলছে।