ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বর্জ্য ব্যবস্থাপনা মেশিনারিজ ক্রয়ে মসিকের তিন কর্মকর্তা ইতালি ভ্রমণ কমলগঞ্জে পূর্ব বিরোধের জের মধু মিয়া নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহায়তা চাইলেন ড. মুহাম্মদ ইউনূস ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের তোড়জোড় শুরু ধর্ষণ ও হত্যার হুমকি সাফজয়ী ফুটবলার সুমাইয়াকে শর্ত সাপেক্ষে টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা করার অনুমতি বিনা চাষ পদ্ধতিতে আলু উৎপাদনে সফলতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা হস্তান্তরের জন্য প্রস্তুত জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া আগামীকাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রেমিকের বাসা থেকে সেই সুবার ভিডিও বার্তা ভাইরাল

মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে বরিশাল থেকে ঢাকায় এসে নিখোঁজ হন ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবা।

রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুবার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি ভালো আছি, সুখে আছি।’

ভিডিওতে ক্যামেরার পেছনে থাকা একজন তাকে প্রশ্ন করেন, বাবার সঙ্গে কথা হয়েছে কিনা। জবাবে সুবা বলেন, ‘হ্যাঁ।’ এ সময় বাবার কাছে ফেরার সম্মতিও জানান তিনি।

জানা গেছে, সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় আসে সে। সুবার বাবা ইমরান রাজিবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিখোঁজ কন্যাকে খুঁজে পেতে অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করেছেন এবং পরিবারকে সাহায্যের হাত বাড়িয়েছেন।

সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান, সুবার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করায় তার পরিবার মহাখালী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হওয়ায় চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা।

রোববার সন্ধ্যা ৬টার দিকে সুবা তার বয়সে ছোট এক ফুফাত ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। পরে তারা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের তৎপরতায় সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে সে নওগাঁয় পৌঁছায় এবং কে তাকে নিয়ে গিয়েছিল, তা নিয়ে এখনও তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বর্জ্য ব্যবস্থাপনা মেশিনারিজ ক্রয়ে মসিকের তিন কর্মকর্তা ইতালি ভ্রমণ

Verified by MonsterInsights

প্রেমিকের বাসা থেকে সেই সুবার ভিডিও বার্তা ভাইরাল

আপডেট সময় ০৫:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে বরিশাল থেকে ঢাকায় এসে নিখোঁজ হন ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবা।

রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুবার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি ভালো আছি, সুখে আছি।’

ভিডিওতে ক্যামেরার পেছনে থাকা একজন তাকে প্রশ্ন করেন, বাবার সঙ্গে কথা হয়েছে কিনা। জবাবে সুবা বলেন, ‘হ্যাঁ।’ এ সময় বাবার কাছে ফেরার সম্মতিও জানান তিনি।

জানা গেছে, সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় আসে সে। সুবার বাবা ইমরান রাজিবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিখোঁজ কন্যাকে খুঁজে পেতে অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করেছেন এবং পরিবারকে সাহায্যের হাত বাড়িয়েছেন।

সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান, সুবার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করায় তার পরিবার মহাখালী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হওয়ায় চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা।

রোববার সন্ধ্যা ৬টার দিকে সুবা তার বয়সে ছোট এক ফুফাত ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। পরে তারা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের তৎপরতায় সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে সে নওগাঁয় পৌঁছায় এবং কে তাকে নিয়ে গিয়েছিল, তা নিয়ে এখনও তদন্ত চলছে।