চলমান আন্দোলনের মধ্যে তিতুমীর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ইমাম হোসেনকে আহ্বায়ক এবং সেলিম রেজাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ৩৯৮ সদস্যের নতুন কমিটিতে ১২৬ জন যুগ্ম আহ্বায়ক পদে এবং ২৭০ জন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তিতুমীর কলেজ শাখার ছাত্রদল এই পদক্ষেপের মাধ্যমে আরও শক্তিশালী ও সংগঠিত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানিয়েছে।
এদিকে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে। তারা এই দাবি আদায়ের জন্য মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করেছে।
সম্প্রতি, শিক্ষামন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করলেও, ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় গত ২৯ জানুয়ারি বিকেল থেকে শিক্ষার্থীরা আমরণ অনশনের ঘোষণা দেন। তাদের এই আন্দোলন ও ৭ দফা দাবি এখনো চলমান রয়েছে।