ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বোয়ালখালী শাকপুরা প্রবর্ত্তক পাইলট কন্যা বিদ্যাপীঠের এডহক কমিটির সভাপতি হলেন পেয়ার মোহাম্মদ কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিপুরী ললিতকলায় ৭ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন জয়পুরহাটে ছাত্রদল নেতা ছুরিকাঘাতে জখম শিবগঞ্জে ২ ইটভাটা বন্ধ ঘোষণা, দেড় লাখ টাকা অর্থদন্ড নীলফামারীতে ১৫ মার্চ ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কখনো ফিরে আসার সুযোগ নেই: আমানউল্লাহ আমান শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ সফল প্রতিবন্ধী নারীকে সম্মাননা প্রদান রাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার রায়পুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬ ডিমলায় ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১ কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ

আইসিইউতে কণ্ঠশিল্পী ফরিদা পারভীন

লালনসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা পারভীন শ্বাসকষ্ট নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, জানান তাঁর স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম।

গাজী আবদুল হাকিম জানান, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তার ফুসফুসে পানি জমেছে। এছাড়া, তার শরীরে বেশ কিছু জটিলতা রয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার জানিয়েছেন, “তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফরিদা পারভীন ভোরে ভর্তি হয়েছেন। শরীরিক অবস্থার কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা এবং বার্ধক্যজনিত কিছু সমস্যা রয়েছে। তাকে কিডনি, বক্ষব্যাধি এবং ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার অবস্থা কিছুটা জটিল, তাকে ডায়ালাইসিস করতে হবে।”

ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে পদার্পণ করেন। এরপর ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৮৭ সালে সংগীতের বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক পান। এছাড়া, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন ফরিদা পারভীন। ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুলও রয়েছে তাঁর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালী শাকপুরা প্রবর্ত্তক পাইলট কন্যা বিদ্যাপীঠের এডহক কমিটির সভাপতি হলেন পেয়ার মোহাম্মদ

Verified by MonsterInsights

আইসিইউতে কণ্ঠশিল্পী ফরিদা পারভীন

আপডেট সময় ০২:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

লালনসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা পারভীন শ্বাসকষ্ট নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, জানান তাঁর স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম।

গাজী আবদুল হাকিম জানান, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তার ফুসফুসে পানি জমেছে। এছাড়া, তার শরীরে বেশ কিছু জটিলতা রয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার জানিয়েছেন, “তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফরিদা পারভীন ভোরে ভর্তি হয়েছেন। শরীরিক অবস্থার কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা এবং বার্ধক্যজনিত কিছু সমস্যা রয়েছে। তাকে কিডনি, বক্ষব্যাধি এবং ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার অবস্থা কিছুটা জটিল, তাকে ডায়ালাইসিস করতে হবে।”

ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে পদার্পণ করেন। এরপর ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৮৭ সালে সংগীতের বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক পান। এছাড়া, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন ফরিদা পারভীন। ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুলও রয়েছে তাঁর।