স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, সরকারের পরিকল্পনা হলো মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানোর পরিবর্তে শিক্ষকদের সংখ্যা বাড়িয়ে শিক্ষার মান উন্নয়ন করা।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, “আমরা যদি মেডিকেল কলেজের মান ঠিক রাখতে না পারি, যদি আমাদের অধ্যাপক এবং ভালো শিক্ষক না থাকে, তবে ভালো ডাক্তার তৈরি হবে না। এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।”
তিনি আরো বলেন, “আমরা কিছু একটা করব, হয়তো সরকারি মেডিকেল কলেজ থেকে শুরু করব।”
তবে, তিনি এটাও জানিয়েছেন যে, মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া হবে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা প্রয়োজনে হবে। আমরা সরকারি মেডিকেল কলেজগুলো এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে পারি।”
এছাড়াও, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, “পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা হয়নি এবং প্রশ্নফাঁসের খবর সম্পূর্ণভাবে গুজব।”
এ সময় তিনি ভর্তি পরীক্ষা পরিচালনাকারী সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, পরীক্ষার কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা ঘটেনি।