ভারতের মুম্বাইয়ে ইসলাম ধর্ম ও নবীজি হযরত মুহাম্মাদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটের ক্ষেতলালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. সারোয়ার হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় কটুক্তি কারীদের শাস্তির ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, খতিব মাওলানা মো. নুর আলম সিদ্দিক, তহিদুল ইসলাম, আব্দুল মামুন, রুহুল আমিনসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ। ইসলাম ধর্মের রাসুল প্রেমিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ নেয়।