জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর (রবিবার) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের হয়ে উপজেলার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক জিন্নাতুল আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এফাজুল হক, পৌরসভার সহকারী প্রকৌশলী আফতাব হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পাঁচ ইউনিয়নের সচিব ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।