ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
আজ পবিত্র শবে বরাত সুন্দরবন দিবস আজ বসন্তের রঙে রাঙানো বিশ্ব ভালোবাসা দিবস আজ পাকিস্তান পৌঁছেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান জনগণই সিদ্ধান্ত নেবে কোন দল নিষিদ্ধ হবে: মির্জা ফখরুল বাজিতপুরে আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি সাকের, সাধারণ সম্পাদক ফাত্তাহ মির্জাপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়” এর পরিবর্তিত নাম “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়” বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নবীনগর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শান্তি, সাধারণ সম্পাদক উজ্জ্বল অবৈধভাবে পুকুর খননের মাটি বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা

সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক মঙ্গলবার (২৮ জানুয়ারি) শাহবাগে সাংবাদিকদের এ কথা জানান।

যুগ্ম সচিব মাসুদুল হক জানান, শিক্ষকদের আন্দোলনের ছয় দফা দাবি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে এবং আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, সব ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি পুলিশি সহিংসতার ঘটনাতেও দুঃখ প্রকাশ করেন। গত ২৬ জানুয়ারি শিক্ষকদের একটি আন্দোলন চলাকালে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করলে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

এর আগে, গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা দাবি করেন, ১৫ হাজার মাদ্রাসার ৭৫ হাজার শিক্ষক এখনো মানবেতর জীবনযাপন করছেন। তারা আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ অনেক আগেই প্রয়োজন ছিল, কিন্তু দীর্ঘদিনেও তাদের মাদ্রাসাগুলোর জাতীয়করণ করা হয়নি। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা হলেও মাদ্রাসাগুলোর কোনো জাতীয়করণ হয়নি, যা তাদের বড় দাবি।

২৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষকরা রোববার স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা শুরু করেন, কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং এ সময় তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করা হয়। এই ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হন। পরবর্তীতে, শিক্ষকেরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ২৭ জানুয়ারি থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এতকিছু সংঘটিত হওয়ার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম অনুযায়ী এসব মাদ্রাসাগুলোকে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে। তবে এই জাতীয়করণ পর্যায়ক্রমে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

Verified by MonsterInsights

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা

আপডেট সময় ০৭:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক মঙ্গলবার (২৮ জানুয়ারি) শাহবাগে সাংবাদিকদের এ কথা জানান।

যুগ্ম সচিব মাসুদুল হক জানান, শিক্ষকদের আন্দোলনের ছয় দফা দাবি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে এবং আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, সব ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি পুলিশি সহিংসতার ঘটনাতেও দুঃখ প্রকাশ করেন। গত ২৬ জানুয়ারি শিক্ষকদের একটি আন্দোলন চলাকালে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করলে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

এর আগে, গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা দাবি করেন, ১৫ হাজার মাদ্রাসার ৭৫ হাজার শিক্ষক এখনো মানবেতর জীবনযাপন করছেন। তারা আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ অনেক আগেই প্রয়োজন ছিল, কিন্তু দীর্ঘদিনেও তাদের মাদ্রাসাগুলোর জাতীয়করণ করা হয়নি। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা হলেও মাদ্রাসাগুলোর কোনো জাতীয়করণ হয়নি, যা তাদের বড় দাবি।

২৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষকরা রোববার স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা শুরু করেন, কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং এ সময় তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করা হয়। এই ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হন। পরবর্তীতে, শিক্ষকেরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ২৭ জানুয়ারি থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এতকিছু সংঘটিত হওয়ার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম অনুযায়ী এসব মাদ্রাসাগুলোকে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে। তবে এই জাতীয়করণ পর্যায়ক্রমে কার্যকর হবে বলে জানানো হয়েছে।