বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মিলার এসব তথ্য জানান।
মাইকেল মিলার জানিয়েছেন, তারা পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন এবং ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে।
মিলার আরও বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য নির্বাচন কমিশনের ১৫০টি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার উন্নয়নে সহায়ক হবে।
এদিকে, সিইসি এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, বৈঠকে ভোটের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে তিনি উল্লেখ করেন, নির্বাচন সাধারণত ডিসেম্বর অথবা পরবর্তী বছরের শুরুতে হতে পারে, কিন্তু এর বাইরে কিছু নির্দিষ্ট করা সম্ভব নয়।
নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষা নিয়ে ইইউর পক্ষ থেকে সমর্থন জানানো হয় এবং সংস্কারের জন্য সময় কম থাকার বিষয়টি তারা তুলে ধরেছেন। সিইসি নাসির উদ্দিন আরও বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে এবং ইউরোপীয় ইউনিয়নকে এই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।
এ বৈঠক বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের হতে পারে এই আশা জাগিয়েছে, যেখানে ইইউ নির্বাচনী প্রক্রিয়া সংস্কারে আরও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।