জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এটি তার বাংলাদেশে দ্বিতীয় সফর, যেখানে রোহিঙ্গা শরণার্থী সংকট প্রধান আলোচ্য বিষয় হবে। সফরের প্রথম দিনে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গুতেরেস। এরপর তিনি কক্সবাজারে গিয়ে শরণার্থী শিবিরের পরিস্থিতি পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া, সফরের শেষে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে গণইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা। সফরকালীন সময়ে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং সফরের শেষ দিনে ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে মতবিনিময় করবেন গুতেরেস।