ভারতের মহারাষ্ট্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবি ও কালাইয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর সর্বস্তরের তাওহীদী জনতার ব্যানারে পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদের উত্তর গেট থেকে একটি প্রতিবাদী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এদিকে জুম্মার নামাজ আদায়ের পর কালাইয়ে আন-নাজাত ফাউন্ডেশনের আয়োজনে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পাঁচশিরা বাজার হয়ে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধনও করেন তারা।
বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপির সাংসদ নীতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।
তারা আরও বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্য দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না।
তারা মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তির তীব্র প্রতিবাদ করেন এবং অনতিবিলম্বে রামগিরি মহারাজ ও নীতেশ রানাকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।