ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদের সভাপতিত্বে সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আর নেওয়া হবে না এবং তাদের জন্য পৃথকভাবে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে, ঢাবির অধীনে চলমান সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিবর্তিত হবে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের আসন সংখ্যা এবং ভর্তি ফি নির্ধারণসহ সব বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। এই কমিটি ২০২৪ সালের ২৯ ডিসেম্বরের মধ্যে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম নির্ধারণ করবে।
এদিকে, যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন, তাদের শিক্ষাজীবন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক, এবং সাত কলেজের অধ্যক্ষরা।