বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র অধীনে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর হিসেবে নন-ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ কার্যক্রম হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে.এম. রাশেদুজ্জামান রাজা এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। আদালত, নিয়োগ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
জানা গেছে, পিএসসি ২০২১ সালের ২৬ অক্টোবর জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর ২০২৩ সালের ১৮ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ, ২০ জানুয়ারি ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তাদের ২৯ জানুয়ারি যোগদান করতে বলা হয়।
এদিকে, অনিয়মের অভিযোগ তুলে ১৮ জন আবেদনকারী হাইকোর্টে রিট দায়ের করেন। তাদের পক্ষে এই শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী এ. জেড এম নুরুল আমিন, মো. মাকসুদ উল্লাহ, মো. রুকনুজ্জামান, আবু সাহিদ খান, শফিকুল ইসলাম প্রমুখ।
রিটকারীদের আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের স্থগিতাদেশের কারণে নিয়োগপ্রাপ্তরা ২৯ জানুয়ারি চাকরিতে যোগদান করতে পারবেন না।