ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের রাজধানী তেহরান এবং কারাজ শহরে টানা পাঁচ ঘণ্টার বিমান হামলা শেষে হামলার সমাপ্তির ঘোষণা করেছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে জানানো হয়, এই অভিযান সফলভাবে সমাপ্ত হয়েছে এবং পূর্ববর্তী হামলার জবাব দিতে এই হামলা পরিচালনা করা হয়েছিল। হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান কারখানা এবং ইসরায়েলের দিকে তাক করা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
আইডিএফের শেয়ার করা ভিডিও বার্তায় হাগারি বলেন, “ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়ে আমরা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে তবে ইরান যদি নতুন করে হামলা চালায় তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।”
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারে এক সভায় সতর্ক করেন যে, ইসরায়েল গাজা এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করলে অদূর ভবিষ্যতে ইরান ফের হামলা চালাবে।
মধ্যপ্রাচ্যে এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।