ঢাকার বাতাসের মান দিন দিন আরও খারাপ হচ্ছে, বিশেষ করে শীতের সময়। চলতি বছর শীতের শুরুতেই রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর হয়ে ওঠে, যা বাসিন্দাদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ু পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের মতে, ঢাকার বাতাসের মান ১৮২ স্কোরে পৌঁছেছে, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ঢাকাকে ১৮২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ৯ম স্থানে রাখা হয়েছে।
বিশ্বজুড়ে বায়ুর মান নিয়ে প্রকাশিত তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২৯৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। দ্বিতীয় স্থানে ইরাকের বাগদাদ, তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, এবং চতুর্থ থেকে অষ্টম স্থানে রয়েছে ভিয়েতনামের হানোই, ঘানার আক্রা, নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের করাচি এবং আফগানিস্তানের কাবুল।
আইকিউএয়ার স্কোর ২০০-এর বেশি হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ঢাকার বায়ুর মান এখনো ১৮২ স্কোরে, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হচ্ছে। এ ধরনের বায়ুতে শিশু, প্রবীণ ব্যক্তি ও অসুস্থ রোগীরা বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়।
আইকিউএয়ার, সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, বিশ্বের শহরের বাতাসের মানের তালিকা নিয়মিত প্রকাশ করে। তারা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক ব্যবহার করে প্রতিটি শহরের বাতাসের গুণমান পরিমাপ করে। ৫০ স্কোরকে ‘ভালো’, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। ৩০১ স্কোরের ওপরে থাকা বায়ু ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
এদিকে ঢাকার বায়ু মানের উন্নতির জন্য পরিবেশবিদরা সরকার ও নগর কর্তৃপক্ষকে আরও কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।