বাংলাদেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে গত রাতে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নের জানাজা আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোয়ানুর জামান নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে এবং তিনি গত দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে ফায়ার সার্ভিস পরিবার গভীর শোকের মধ্যে রয়েছে।
এদিকে, সোয়ানুর জামান নয়নকে ট্রাক চাপা দেওয়ার ঘটনার সময় আরও এক ফায়ার সার্ভিস কর্মী আঘাতপ্রাপ্ত হন। জানা গেছে, ওই কর্মী গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।
ঘটনাটি ঘটে ২৫ ডিসেম্বর মধ্যরাতের পর। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন নেভাতে সক্ষম হলেও, আগুন নেভানোর কাজে নিয়োজিত সোয়ানুর জামান নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এই সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় নয়ন রাস্তায় পড়ে যান এবং তার মাথায় পরা হেলমেটটি খুলে যায়, ফলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় এবং রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত হয়ে যান তিনি।
এ সময় আশপাশের মানুষ ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের চালককে আটক করেন। এর পর, নয়নকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও, তিনি শেষ পর্যন্ত জীবন হারান।
আগুন নেভানোর পর রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায়। ১৯ ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এই দুর্ঘটনা ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু এবং আরেকজনের আহত হওয়ার মতো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
সোয়নুর জামান নয়নের মৃত্যু দেশের ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য এক বড় শোকের খবর। তাঁর অকাল মৃত্যুতে পুরো দেশ শোকাহত, এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহানুভূতি জানানো হচ্ছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সোয়ানুর জামান নয়নের পরিবারের জন্য সহায়তার হাত বাড়ানো হয়েছে এবং তিনি তার কর্মজীবনে সকলের প্রশংসা অর্জন করেছেন তার নিষ্ঠা ও দক্ষতার জন্য।