বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফেসবুক স্ট্যাটাসে ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতার পরিণাম নিয়ে কঠোর মন্তব্য করেছেন।
তার দাবি, এমন উদারতা জাতিকে দীর্ঘকাল ধরে ভোগাবে। তিনি লিখেছেন, “ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলারাই এখন মানবাধিকারের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে, যা দেশ ও জাতির জন্য বিপজ্জনক হতে পারে। তিনি সতর্ক করে বলেন, “এই ক্যাম্পেইন যদি থামানো না যায়, তাহলে জাতি এর খেসারত দেবে।”
তাঁর মতে, এক্ষেত্রে দায়িত্বশীল অবস্থান নিতে না পারলে জাতির ভবিষ্যৎ বিপদের সম্মুখীন হবে। তিনি আরও লেখেন, “আজকে আমলা, আগামীকাল অন্য কেউ।” এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে, যদি এ ধরনের পরিস্থিতি চলতে থাকে, তবে এটি জাতির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে।