বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এএফপির প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ এ প্রতিবাদ জানিয়ে বলেন, এএফপি তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সময় টিভির মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে, কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই।
তিনি আরও বলেন, আমরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম, যেখানে শত শত শিক্ষার্থীসহ প্রায় ২,০০০ মানুষ শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন।
তিনি অভিযোগ করেন, এ সময় অনেক সংবাদমাধ্যম ছাত্রদের সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও ইসলামি চরমপন্থী হিসেবে চিত্রিত করেছে, যা শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে অপরাধকে বৈধতা দিয়েছে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এএফপি তাদের প্রতিবেদনে প্রতিবাদ হিসেবে সিটি গ্রুপে প্রবেশের বিষয়টি উল্লেখ করেনি। বরং তারা সময় টিভির সাংবাদিকদের ভিকটিম হিসেবে তুলে ধরেছে।
তিনি এও উল্লেখ করেন, আমরা কখনো সিটি গ্রুপে সাংবাদিকদের বরখাস্তের জন্য কোনো তালিকা দেননি এবং টিভি শেয়ারও দাবি করিনি।
তিনি বলেন, আমরা বারবার বলেছি, সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় বিশ্বাসী এবং যারা সত্য প্রকাশের জন্য সংগ্রাম করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
এএফপির প্রতিবেদনে তুলে ধরা বিভিন্ন বিবৃতি নিয়ে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এটি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে করা হয়েছে।