মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
বুধবার (২৪ অক্টোবর) ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে শি জিনপিং এই আশ্বাস দেন। চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শি জিনপিং বলেছেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও চীনের সমর্থন থাকবে। পাশাপাশি ইরান-প্রতিবেশী সম্পর্ক আরও উন্নত করতে সহায়তা করবে চীন।
ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান অবকাঠামো ও ক্লিন এনার্জি খাতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। বৈশ্বিক আধিপত্যের বিরোধিতায়ও চীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে তেহরান।
এ বৈঠক এমন সময়ে হয়েছে যখন ইরান-সমর্থিত হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে দীর্ঘ অভিযানের পর ইরানে আক্রমণের হুমকি দিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য কঠোর প্রতিশোধের হুমকি দেন।
বৈঠকে শি জিনপিংও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান।