জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীর, নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওহাব, জয়পুরহাট সেনা ক্যাম্পের মেজর রেজা আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ ঋষিকেশ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক এ্যাডঃ নন্দ কিশোর আগারওয়ালা।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এবার ২৮৯টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ১১৩টি, কালাই উপজেলায় ২৩টি, ক্ষেতলাল উপজেলায় ৩৯টি, আক্কেলপুর উপজেলায় ৩৮টি ও পাঁচবিবি উপজেলায় ৭৬টি। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।