জয়পুরহাট রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের রেলগেটের দক্ষিণ ও উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, ওয়ার্কার্স পার্টির কার্যালয়সহ আনুমানিক ৫০টি টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় রেলের লিজ নেওয়া জমি থেকে ব্যবসায়ীদেরকেও উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী দৈনিক বাংলাদেশ সময়কে বলেন, ‘অনেকদিন যাবৎ এখানে ব্যবসা করে পরিবার চালিয়ে আসছি। দু’দিন আগে মাইকিং করে জানানো হয়েছে শহরের রেলগেট এলাকায় রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজ সকাল সাড়ে ১০টার দিকে ভেকু দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে।’
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দৈনিক বাংলাদেশ সময়কে বলেন, ‘সকাল ১০টা থেকে শহরের রেলগেট এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম চলছে।’
ঈশ্বরদীর পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম দৈনিক বাংলাদেশ সময়কে বলেন, ‘গত বছরের ২৮ নভেম্বর একই স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল রেলওয়ে। সে সময় সরকার দলীয় প্রভাবের কারণে মাঝপথে অভিযান থেমে যায়। এখন আবারও রেলওয়ের সংস্কারে জয়পুরহাট রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।’