টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাকে বরখাস্ত করেন। পরে রাতেই তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানিয়েছেন।
তিনি জানান, ডাকাতির শিকার ভুক্তভোগীরা গত ১৮ ফেব্রুয়ারি সকালে মির্জাপুর থানায় মামলা করতে আসেন। ওই সময়ে এএসআই আতিকুজ্জামান মির্জাপুর থানার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন। তিনি ওসি সাহেব থানায় নেই বলে তাদের অপেক্ষা করতে বলেন। কিন্ত অভিযোগকারীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তারা অভিযোগ না করে থানা থেকে ফিরে যান। এ সময় ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই আতিকুজ্জামান অভিযোগকারীদের নাম মোবাইল ফোন নাম্বারসহ কোনো তথ্যই ডায়রিভুক্ত না করায় দায়িত্বে অবহেলা হয়েছে বলে প্রমাণিত হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রাত অনুমান ০১.৪৫ মিনিট থেকে রাত অনুমান ০৪.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকা-রাজশাহী পথের ইউনিক রোড রয়েলস্ পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঘটনার তিনদিন পর শুক্রবার ভোরে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ডাকাতদের কবলে পড়া ওমর আলী নামের এক যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মির্জাপুর থানার মামলা নং- ১৭(০২)২৫।