বিএনপি নেতা মহসিন মিয়া মধু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের প্রত্যেকটি নেতাকর্মীদের কাজ করতে হবে দেশ এবং মানুষের কল্যাণে। যখন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করবেন তখন এমনিতেই দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। মানুষের দুঃখে সুখে তাদের পাশে থাকতে হবে। নিজেদের জনবান্ধব করে তুলতে মানুষের সমস্যা খুঁজে বের করে সমাধানে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডে পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গলে কোনো মানুষের যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষ খুঁজে বের করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি, শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে এমন কেউ বাদ পড়বে না, দেখে দেখে সবাইকে শীতবস্ত্র (কম্বল) দেওয়া হবে।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপির আহবায়ক মীর এম এ সালাম এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বিএনপি নেতা এম এ কাইয়ুম, নজরুল ইসলাম, আব্দুল মালেক, মোবারক হোসেন, যুবদল নেতা, টিটু দাস, মীর আবুল কালামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।