ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প সৌম্যর আঙুলে পাঁচ সেলাই; ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন, বিপিএল খেলা নিয়েও শঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

দীর্ঘদিন যাবত কাজ না করেই নিয়মিত বেতন উত্তোলন: পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কায়েছ

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস না পেলেও সরকার পতনের পর এখন আলোচনা উঠে আসছে মো. খছরুল আহমেদ (কায়েছ) এর কথা। আলৌকিক ক্ষমতাবলে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করতেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি পলাতক। তবে সাতগাঁও রাবার বাগান না গিয়েও নিয়মিত বেতনসহ সব সুযোগ-সুবিধা নিচ্ছেন তিনি।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (রাবার বিভাগ), সিলেট জোনের আওতাধীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রাবার বাগানের অস্থায়ী মাঠকর্মী পদে কর্মরত শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. খছরুল আহমেদ (কায়েছ) শ্রীমঙ্গল থানার একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। কায়েছ এখনো বাগানে নিজ দায়িত্ব পালন করছেন, নিচ্ছেন বেতনও এমন দাবি করেছেন বাগানের ব্যবস্থাপক (চ.দা.) শাহ্ মো. শাকিল এবং এসিসট্যান্ড ফিল্ড সুপারেনডেন্ট মিজানুর রহমান। এরই মধ্যে তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার বিভাগ সিলেট জোনের আওতাধীন সাতগাঁও রাবার বাগানে অস্থায়ী মাঠকর্মী হিসেবে নিয়োগ পান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মৌলভীবাজার আদালত ও শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। পুলিশের খাতায় সে পলাতক।

অনুসন্ধানে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন এলাকার বাসিন্দা মো. সুজন মিয়ার ছেলে খছরুল আহমেদ (কায়েছ)। ২০১৭ সালে জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কায়েছ পরবর্তীকালে ইউনিট সভাপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এরপর থেকে দলীয় সকল কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল। সরকারি দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকায় সে প্রভাবে বাগানে কাজ না করেই নিয়মিত বেতন উত্তোলন করতেন কায়েছ। চলতি বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তিনি ছাত্রজনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেন।

শ্রীমঙ্গলে সাতগাঁও রাবার বাগানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন মো. খছরুল আহমেদ (কায়েছ) ইদানিং অফিসে আসে না, মাঝে মধ্যে এসে চলে যায়। মাসখানেকের মধ্যে এক-দু’দিন এসেছে। একাউন্টস্ এ বেতন করার পর ম্যানেজার এর স্বাক্ষর লাগে এরপর ম্যানেজার পাস করে দিলে একাউন্ট থেকে বেতন দিবে। আমাদের তো প্রতিদিন টহল ডিউটিতে যাওয়া হয়, ইদানিং তাকে দেখা যায় না।

শ্রীমঙ্গলে সাতগাঁও রাবার বাগানের সহকারী প্রশাসন জয়দেব বিশ্বাস জানান, সে এই মাসে শুধু আসে না, গত মাসে আসছিল। সেলারি বিল দেখলে বুঝা যাবে।

সাতগাঁও রাবার বাগানের এসিসট্যান্ড ফিল্ড সুপারেনডেন্ট মিজানুর রহমান বলেন, ‘আমাদের বাগানের অস্থায়ী মাঠকর্মী মো. খছরুল আহমেদ (কায়েছ)। তিনি নিয়মিত বাগানে ডিউটি করছেন। তবে ডিসেম্বর মাসে কিছুদিন বাগানে আসেননি। অস্থায়ীদের সিস্টেম হলো যেদিন কাজে আসবেন, সেদিনের বেতন পাবেন। কাজে না আসলে বেতন নেই।

শ্রীমঙ্গলে সাতগাঁও রাবার বাগানের ব্যবস্থাপক (চ. দা.) শাহ্ মো. শাকিল বলেন, গত মাসে সে নিয়মিত ছিল, এই মাসে এক-দু’দিন দেখেছি। অস্থায়ী হিসেবে তার দৈনিক হাজিরা আছে। কায়েছের নামে যে ওয়ারেন্ট আছে এটা তো আমাদের কাছে আসেনি। সরকারি কর্মকর্তা হিসেবে আমাদেরও কিছু নিয়ম আছে তার বাইরে তো আমরা চলতে পারি না। এলাকা ভিত্তিক মার্ক করা কিছু কিছু সাইট আছে। তার একটা সাইট আছে সেটা দেখাশোনা করছে অস্থায়ী মাঠকর্মী পদে কর্মরত মো. খছরুল আহমেদ (কায়েছ)। ওই এলাকায় কোনো দূর্ঘটনা হলে বা যাই হোক সে দেখতো। তাকে অফিসে খুব একটা আসতে হয় এমনটা না, না আমার কাছে অভিযোগ এসেছে। তবে মৌখিকভাবে বলেছে, কিন্তু অফিসিয়ালি কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এখন জানলাম তার বিরুদ্ধে মামলার কথা। আমি খোঁজ নেবো।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. খছরুল আহমেদ (কায়েছ) এর বিরুদ্ধে আর একটা মামলা রয়েছে। আমার জানা মতে তার বিরুদ্ধে এই একটাই মামলা রয়েছে। যারা মামলার আসামি তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. খছরুল আহমেদ (কায়েছ) এর ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ

দীর্ঘদিন যাবত কাজ না করেই নিয়মিত বেতন উত্তোলন: পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কায়েছ

আপডেট সময় ১২:৪১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস না পেলেও সরকার পতনের পর এখন আলোচনা উঠে আসছে মো. খছরুল আহমেদ (কায়েছ) এর কথা। আলৌকিক ক্ষমতাবলে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করতেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি পলাতক। তবে সাতগাঁও রাবার বাগান না গিয়েও নিয়মিত বেতনসহ সব সুযোগ-সুবিধা নিচ্ছেন তিনি।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (রাবার বিভাগ), সিলেট জোনের আওতাধীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রাবার বাগানের অস্থায়ী মাঠকর্মী পদে কর্মরত শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. খছরুল আহমেদ (কায়েছ) শ্রীমঙ্গল থানার একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। কায়েছ এখনো বাগানে নিজ দায়িত্ব পালন করছেন, নিচ্ছেন বেতনও এমন দাবি করেছেন বাগানের ব্যবস্থাপক (চ.দা.) শাহ্ মো. শাকিল এবং এসিসট্যান্ড ফিল্ড সুপারেনডেন্ট মিজানুর রহমান। এরই মধ্যে তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার বিভাগ সিলেট জোনের আওতাধীন সাতগাঁও রাবার বাগানে অস্থায়ী মাঠকর্মী হিসেবে নিয়োগ পান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মৌলভীবাজার আদালত ও শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। পুলিশের খাতায় সে পলাতক।

অনুসন্ধানে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন এলাকার বাসিন্দা মো. সুজন মিয়ার ছেলে খছরুল আহমেদ (কায়েছ)। ২০১৭ সালে জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কায়েছ পরবর্তীকালে ইউনিট সভাপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এরপর থেকে দলীয় সকল কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল। সরকারি দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকায় সে প্রভাবে বাগানে কাজ না করেই নিয়মিত বেতন উত্তোলন করতেন কায়েছ। চলতি বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তিনি ছাত্রজনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেন।

শ্রীমঙ্গলে সাতগাঁও রাবার বাগানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন মো. খছরুল আহমেদ (কায়েছ) ইদানিং অফিসে আসে না, মাঝে মধ্যে এসে চলে যায়। মাসখানেকের মধ্যে এক-দু’দিন এসেছে। একাউন্টস্ এ বেতন করার পর ম্যানেজার এর স্বাক্ষর লাগে এরপর ম্যানেজার পাস করে দিলে একাউন্ট থেকে বেতন দিবে। আমাদের তো প্রতিদিন টহল ডিউটিতে যাওয়া হয়, ইদানিং তাকে দেখা যায় না।

শ্রীমঙ্গলে সাতগাঁও রাবার বাগানের সহকারী প্রশাসন জয়দেব বিশ্বাস জানান, সে এই মাসে শুধু আসে না, গত মাসে আসছিল। সেলারি বিল দেখলে বুঝা যাবে।

সাতগাঁও রাবার বাগানের এসিসট্যান্ড ফিল্ড সুপারেনডেন্ট মিজানুর রহমান বলেন, ‘আমাদের বাগানের অস্থায়ী মাঠকর্মী মো. খছরুল আহমেদ (কায়েছ)। তিনি নিয়মিত বাগানে ডিউটি করছেন। তবে ডিসেম্বর মাসে কিছুদিন বাগানে আসেননি। অস্থায়ীদের সিস্টেম হলো যেদিন কাজে আসবেন, সেদিনের বেতন পাবেন। কাজে না আসলে বেতন নেই।

শ্রীমঙ্গলে সাতগাঁও রাবার বাগানের ব্যবস্থাপক (চ. দা.) শাহ্ মো. শাকিল বলেন, গত মাসে সে নিয়মিত ছিল, এই মাসে এক-দু’দিন দেখেছি। অস্থায়ী হিসেবে তার দৈনিক হাজিরা আছে। কায়েছের নামে যে ওয়ারেন্ট আছে এটা তো আমাদের কাছে আসেনি। সরকারি কর্মকর্তা হিসেবে আমাদেরও কিছু নিয়ম আছে তার বাইরে তো আমরা চলতে পারি না। এলাকা ভিত্তিক মার্ক করা কিছু কিছু সাইট আছে। তার একটা সাইট আছে সেটা দেখাশোনা করছে অস্থায়ী মাঠকর্মী পদে কর্মরত মো. খছরুল আহমেদ (কায়েছ)। ওই এলাকায় কোনো দূর্ঘটনা হলে বা যাই হোক সে দেখতো। তাকে অফিসে খুব একটা আসতে হয় এমনটা না, না আমার কাছে অভিযোগ এসেছে। তবে মৌখিকভাবে বলেছে, কিন্তু অফিসিয়ালি কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এখন জানলাম তার বিরুদ্ধে মামলার কথা। আমি খোঁজ নেবো।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. খছরুল আহমেদ (কায়েছ) এর বিরুদ্ধে আর একটা মামলা রয়েছে। আমার জানা মতে তার বিরুদ্ধে এই একটাই মামলা রয়েছে। যারা মামলার আসামি তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. খছরুল আহমেদ (কায়েছ) এর ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।