যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া ব্যানারে অস্ত্র-সদৃশ্য কালো কাপড়ে মুখ বাঁধা অবস্থায় দুইজন সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝখানে মুখ বাঁধা অবস্থায় আরো একজন আরবিতে বক্তব্য দিচ্ছে, এমন একটি ভিডিও বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার পরপরই যশোর জেলা পুলিশের সাইবার পেট্রোলিং সেলের নজরে আসে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে এই ঘটনার আসল রহস্য অনুসন্ধানে জেলা পুলিশের একাধিক টিম অনুসন্ধানে নামেন।
যশোর জেলা পুলিশ মিডিয়া সেল এর পক্ষ থেকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুসন্ধানে জানা গেছে যে, গত ১৭ই ডিসেম্বর উক্ত মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৪ এর প্রতিযোগিতার অংশ হিসেবে অত্র প্রতিষ্ঠানের তিনজন ছাত্র যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয় এবং এই ভিডিওটি তারই অংশ। জেলা পুলিশ উক্ত মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখতে পায় দু’টি সদৃশ অস্ত্র যা ককশিট ও কাঠের তৈরি অস্ত্র সদৃশ।
যশোর জেলা পুলিশের মাধ্যমে সকলকে জানাতে চাই যে, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তৈরি, নির্বাচন এবং আপলোড করার ক্ষেত্রে অধিকতর সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে ছড়িয়ে পড়া উক্ত ভিডিওটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার বা পোস্ট করে প্রচার ও জনমনে নতুন কোন বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে এবং তাদের প্রতিহত করতে পুলিশের সাইবার ইউনিট টিম কাজ করছে।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এই ভিডিওটি নিয়ে কোন ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।