গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।
বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) দুপুর ২ টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন ছাড়াও গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামছুল হক রিপন, সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, মুকুল কুমার মল্লিক, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, রুহুল আমিন সজিব, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, যুগ্ম সম্পাদক হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মিল্টন খন্দকার উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক আব্দুল গাফফার, নির্বাহী সদস্য মো. জহিরুল ইসলাম, সদস্য হাজিনুর রহমান শাহিন, আবুল হোসেন, নজরুল ইসলাম আজাহার, জানে আলম, বায়েজিদ হোসেন, শামসুল হক ভূইয়া, মোহাম্মদ আবু হানিফা, আব্দুল মালেক, সাব্বির আহাম্মেদ, মাসুদ রানা, আব্দুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন, যোগদানের পর থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত সময় পাড় করতে হচ্ছে। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমার দায়িত্ব পালনে কোন ভুল ত্রুটি হলে তা আপনারা নির্দ্বিধায় বলবেন।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন উন্নয়নে ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনিও সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, মামুনুর রশীদ ৩৬ তম বিসিএস কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয় ও কিশোরগঞ্জে দায়িত্ব পালন করেছেন।