ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প সৌম্যর আঙুলে পাঁচ সেলাই; ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন, বিপিএল খেলা নিয়েও শঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্য কয়েকজন উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানরা।

পুষ্পস্তবক অর্পণের পর, ড. ইউনূস কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে, ড. ইউনূস স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময়। ৫৩ বছর পার করে ৫৪ বছরে পা দিয়েছে বাংলাদেশ, যা ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর লাখো শহীদের আত্মত্যাগের ফলস্বরূপ স্বাধীন ভূখণ্ড হিসেবে পৃথিবী মানচিত্রে স্থান পেয়েছে।

এদিকে, বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনে গত এক মাস ধরে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে রঙিন গাছ এবং ফুলের গাছ রোপণ করা হয়েছে, যা পুরো এলাকাকে আরও মনোরম করে তুলেছে।

প্রসঙ্গত, একই দিন বিজয় দিবস উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকার মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডাটাকার্ডও অবমুক্ত করেছেন।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবনসহ দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান, জনসমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুরক্ষা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১০:০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্য কয়েকজন উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানরা।

পুষ্পস্তবক অর্পণের পর, ড. ইউনূস কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে, ড. ইউনূস স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময়। ৫৩ বছর পার করে ৫৪ বছরে পা দিয়েছে বাংলাদেশ, যা ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর লাখো শহীদের আত্মত্যাগের ফলস্বরূপ স্বাধীন ভূখণ্ড হিসেবে পৃথিবী মানচিত্রে স্থান পেয়েছে।

এদিকে, বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনে গত এক মাস ধরে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে রঙিন গাছ এবং ফুলের গাছ রোপণ করা হয়েছে, যা পুরো এলাকাকে আরও মনোরম করে তুলেছে।

প্রসঙ্গত, একই দিন বিজয় দিবস উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকার মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডাটাকার্ডও অবমুক্ত করেছেন।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবনসহ দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান, জনসমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুরক্ষা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।