ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজয় দিবস নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া বাংলাদেশ ভারতকে জানাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নরেন্দ্র মোদি তার ফেসবুক পেজে ১৯৭১ সালের ভারতীয় সেনাদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানিয়ে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে।”
এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে। তবে, মোদির বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন, সেটি তার ব্যক্তিগত মতামত।”
তিনি আরও বলেন, এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হওয়া উচিত নয় এবং বাংলাদেশ তার জাতীয় সম্মান এবং স্বার্থ রক্ষা করবে।
এছাড়া, রোহিঙ্গা ইস্যু সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট রয়েছে এবং আগামীকাল (১৮ ডিসেম্বর) মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ড যাচ্ছেন তিনি। এই সফরে ডি-৮ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র উপদেষ্টা সেন্টমার্টিনে যাওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “মিয়ানমারে যুদ্ধাবস্থা চলার কারণে সেন্টমার্টিনে যাওয়া-আসার রুট সাময়িক বদল হচ্ছে। তবে, এই বিষয়টি পরবর্তীতে ঠিক হয়ে যাবে।”
মোদি সরকারের বিজয় দিবসের বক্তব্য এবং বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া দেশের আলোচনায় নতুন বিতর্ক সৃষ্টি করেছে, যার ওপর আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।