ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প সৌম্যর আঙুলে পাঁচ সেলাই; ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন, বিপিএল খেলা নিয়েও শঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আজ সোমবার (১৬ ডিসেম্বর), মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

ভোর সাড়ে ৬টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

বিজয় দিবসের এ বিশেষ দিনে রাষ্ট্রপতি বলেন, “আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণালী দিন। ৫৪ বছর আগে এই দিনে আমাদের স্বাধীনতা নিশ্চিত হয়েছিল। লাখো শহীদের রক্তে রাঙানো এই ভূমিতে আমরা আজ স্বাধীন জাতি হিসেবে দাঁড়িয়ে আছি।”

স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনে গেল এক মাস ধরে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে রঙিন গাছ এবং বিভিন্ন প্রকারের ফুলের গাছ রোপণ করা হয়েছে, যা পুরো স্মৃতিসৌধের পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। ছোট-বড় গাছগুলোর পরিচর্যা করা হয়েছে যাতে এগুলো পরিপাটি এবং সুসজ্জিত দেখায়।

এদিকে, বিজয় দিবস উপলক্ষে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১০টাকার একটি স্মারক ডাকটিকিট, ১০টাকার উদ্বোধনী খাম ও ৫টাকার ডাটাকার্ড অবমুক্ত করেছেন। এই স্মারক উপকরণগুলি স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে উন্মুক্ত করা হয়েছে।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন, বিভিন্ন জনসমাবেশ, অনুষ্ঠান, এবং সাংস্কৃতিক কার্যক্রমে সুরক্ষা নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সারাদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১০:০০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

আজ সোমবার (১৬ ডিসেম্বর), মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

ভোর সাড়ে ৬টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

বিজয় দিবসের এ বিশেষ দিনে রাষ্ট্রপতি বলেন, “আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণালী দিন। ৫৪ বছর আগে এই দিনে আমাদের স্বাধীনতা নিশ্চিত হয়েছিল। লাখো শহীদের রক্তে রাঙানো এই ভূমিতে আমরা আজ স্বাধীন জাতি হিসেবে দাঁড়িয়ে আছি।”

স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনে গেল এক মাস ধরে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে রঙিন গাছ এবং বিভিন্ন প্রকারের ফুলের গাছ রোপণ করা হয়েছে, যা পুরো স্মৃতিসৌধের পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। ছোট-বড় গাছগুলোর পরিচর্যা করা হয়েছে যাতে এগুলো পরিপাটি এবং সুসজ্জিত দেখায়।

এদিকে, বিজয় দিবস উপলক্ষে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১০টাকার একটি স্মারক ডাকটিকিট, ১০টাকার উদ্বোধনী খাম ও ৫টাকার ডাটাকার্ড অবমুক্ত করেছেন। এই স্মারক উপকরণগুলি স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে উন্মুক্ত করা হয়েছে।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন, বিভিন্ন জনসমাবেশ, অনুষ্ঠান, এবং সাংস্কৃতিক কার্যক্রমে সুরক্ষা নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সারাদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।