আগামী তিন দিনে দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। নাগরিকদের আবহাওয়ার এই পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
এই মাত্র পাওয়াঃ
তিন দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস
-
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ১০:১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- ৫৪২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ