খুলনার পাইকগাছার রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করার একদিন পর তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরের মাধ্যমে তিনি খুলনা জেলা প্রশাসক বরাবর শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বহাল তবিয়াতে থাকায় বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র-জনতা। তিনি সার্বক্ষণিক আওয়ামী লীগের নেতা-এমপিদের সাথে থাকতেন। বর্তমান সময়ে আওয়ামী লীগের দোষর হয়ে কাজ করার অভিযোগ সকলের দৃষ্টিগোচর হয়। ফলশ্রুতিতে ছাত্র-জনতা শুরু করে তার পদত্যাগে মানববন্ধন।
এ বিষয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, থানা কমান্ডারও ছিলেন। বর্তমানে তার বয়স ৭৭ বছর। এ বয়সে দায়িত্ব পালন করাটা খুবই কষ্টকর হওয়ায় তিনি পদত্যাগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, চেয়ারম্যান আবুল কালাম আজাদ জেলা প্রশাসক বরারর আমার দপ্তরের মাধ্যমে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আমি এটা সেখানে পাঠানোর ব্যবস্থা করেছি।