বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবিটি কিছু রাজনৈতিক দলের দুরভিসন্ধিমূলক আচরণ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে, রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা বিএনপির নেতারা।
রিজভী বলেন, “শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে, তাই দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।”
তিনি আরও বলেন, “জাতি এখন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে।”
বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, “গণতন্ত্রের জন্য এতো জীবন ঝরেছে, সেই গণতন্ত্র ফেরাতে এখন ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে।” তিনি সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
রিজভী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কঠোর অভিযোগ করেন এবং বলেন, “শেখ হাসিনা ও তার দল দেশের বিভিন্ন অংশে গণহত্যা চালিয়েছে। তারা একের পর এক গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে।”
তিনি উল্লেখ করেন, “আজকে আমরা একটি ঐতিহাসিক অধ্যায় পার হয়ে নতুন অধ্যায় শুরু করেছি। শেখ হাসিনাকে পরাজিত করে নতুন পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি।”
রিজভী আরও দাবি করেন, “নারায়ণগঞ্জে শামীম ওসমানের মাফিয়া রাজত্ব ভেঙে একটি মানবিক নারায়ণগঞ্জ গড়তে হবে, যেখানে জনগণ নিরাপদ থাকবে।”
এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ, মাহমুদুর রহমান সুমনসহ নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।