পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা পৃথিবীর জন্য অত্যন্ত বিস্ময়কর। তিনি আরও বলেন, পৃথিবীতে সম্ভবত ড. ইউনূস একমাত্র নেতা, যার এত বিশাল একাডেমিক যোগ্যতা এবং সম্মান রয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হোর্তা বলেন, ড. ইউনূসের এমন অসাধারণ অর্জন তাকে বিশ্বব্যাপী একজন অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি আগামীতে বাংলাদেশ এবং পূর্ব তিমুরের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন। তাঁর সফরের মূল উদ্দেশ্য উভয় দেশের সম্পর্ককে আরও গভীর করা।
এদিকে, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় আসেন চার দিনের সফরে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে প্রেসিডেন্ট হোর্তাকে লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব তিমুরের প্রেসিডেন্টের এই সফরের মধ্যে ১৪-১৭ ডিসেম্বরের মধ্যে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি এবং ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে।