বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার দেশের হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে, তবে কিছু অজ্ঞাতপত্র ষড়যন্ত্রের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।
তিনি শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ সম্মেলনে এক বক্তব্যে এ মন্তব্য করেন।
মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানকে উপেক্ষা করে গণতন্ত্র হত্যা করেছে’। তিনি বুদ্ধিজীবী দিবসের প্রসঙ্গ তুলে বলেন, ‘আওয়ামী লীগ ১৯৭১ সালের জুলাই মাসে আন্দোলনের সময় বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে ৭০জনের মরদেহ দাফন করেছে। তারা কি এমন মানবতাবিরোধী অপরাধ করেছে, যার কারণে তাদের দলের কেউ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে আসেনি?’
তিনি বলেন, ‘এমন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে, যারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে।’
অনুষ্ঠানে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মিজানুর রহমান।
এ অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা, গণতন্ত্র ও দেশে সমাজিক সম্প্রীতির জন্য সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।