ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প সৌম্যর আঙুলে পাঁচ সেলাই; ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন, বিপিএল খেলা নিয়েও শঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আজ (১৪ ডিসেম্বর) মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। প্রতিবারের মতো এবারও ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামসের হাতে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী দেশের মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। তাদের মধ্যে শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও প্রকৌশলীসহ দেশের বিশিষ্ট ব্যক্তি ছিলেন। শহীদদের অধিকাংশকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। শহীদদের স্মরণে সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী এবং সংগঠনগুলো ব্যানার, ফেস্টুন হাতে কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসছে।

আজ সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। তারা পুষ্পস্তবক অর্পণ করার পর সাধারণ মানুষের জন্য শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণ খুলে দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফুল নিয়ে শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। কবরস্থানের ভেতর থেকে বাইরে পর্যন্ত দীর্ঘ লাইন ছিল। অনেকেই কবরের পাশে দাঁড়িয়ে শহীদদের স্মৃতিচারণ করেন এবং চোখে অশ্রু রেখে শ্রদ্ধা নিবেদন করেন। অনেককেই ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করতে দেখা গেছে।

এদিকে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

আপডেট সময় ০৪:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আজ (১৪ ডিসেম্বর) মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। প্রতিবারের মতো এবারও ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামসের হাতে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী দেশের মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। তাদের মধ্যে শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও প্রকৌশলীসহ দেশের বিশিষ্ট ব্যক্তি ছিলেন। শহীদদের অধিকাংশকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। শহীদদের স্মরণে সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী এবং সংগঠনগুলো ব্যানার, ফেস্টুন হাতে কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসছে।

আজ সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। তারা পুষ্পস্তবক অর্পণ করার পর সাধারণ মানুষের জন্য শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণ খুলে দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফুল নিয়ে শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। কবরস্থানের ভেতর থেকে বাইরে পর্যন্ত দীর্ঘ লাইন ছিল। অনেকেই কবরের পাশে দাঁড়িয়ে শহীদদের স্মৃতিচারণ করেন এবং চোখে অশ্রু রেখে শ্রদ্ধা নিবেদন করেন। অনেককেই ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করতে দেখা গেছে।

এদিকে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা।