আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি ‘৮৪০’ শিরোনামের ওয়েব সিনেমার প্রিমিয়ার শোতে নিজের বিতর্কিত মন্তব্য নিয়ে আলোচনায় এসেছেন। তিনি বলেছেন, “আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো।”
শাহরিয়ার নাজিম জয় আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি চাওয়ার প্রসঙ্গে, “আমি মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত নই। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ, আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল, আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে, তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সরকারের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত।”
সম্প্রতি মুক্তি পাওয়া ‘৮৪০’ ওয়েব সিনেমার বিশেষ প্রিমিয়ার শোতে শাহরিয়ার নাজিম জয় এসব মন্তব্য করেন। সিনেমাটি নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা ও অন্তবর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রাজনীতিবিদদের নিয়ে তৈরি গল্পে নির্মিত এই সিনেমাটি শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর আগেই বুধবার (১১ ডিসেম্বর) এই সিনেমার বিশেষ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালে শাহরিয়ার নাজিম জয় শেখ হাসিনার কাছে পূর্বাচলে জমির আবেদন করেছিলেন। ওই সময়ের আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ২০১৯ সালে দ্বিতীয়বার ভাইরাল হয়েছিল এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ফের ভাইরাল হয়েছে।