দেশের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত চলতি বছর বেশ কয়েকটি কারণে তুমুল আলোচনায় ছিলেন। শাকিব খান, শাহরিয়ার নাজিম জয় ও তমা মির্জার সঙ্গে তার সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থাকলেও, বর্তমানে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত। প্রায় কয়েক মাস ধরে দুবাইয়ে অবস্থান করছেন মিষ্টি জান্নাত, যেখানে তিনি কাজ এবং অবকাশযাপন একসঙ্গে করছেন।
এদিকে, দুবাইয়ে থাকা অবস্থায় মিষ্টি জান্নাত সেরা অভিনেত্রী হিসেবে সম্মাননা পেয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
তিনি জানান, শিগগিরই দুবাই এবং মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার তিনি পেতে যাচ্ছেন। এর পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন মিষ্টি জান্নাত।
এছাড়াও, মিষ্টি জান্নাত সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন এবং স্বাস্থ্য অ্যাসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার পেশাগত জীবন শুধু সিনেমা এবং টিভি শো দিয়েই সীমাবদ্ধ নয়, তিনি একজন দক্ষ দন্ত চিকিৎসকও। বাংলাদেশে তার একটি দন্ত ক্লিনিক রয়েছে এবং এখন তিনি নিউইয়র্কে ক্লিনিক খোলার পরিকল্পনা করছেন।
মিষ্টি জান্নাত জানান, বাইরে থাকলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এরই মধ্যে কয়েকটি সুখবর পেয়েছি এবং সামনে আরও সুখবর আসছে।
এছাড়া, তিনি জানান, তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর মধ্যে নিউইয়র্কে একটি দন্ত ক্লিনিক চালু করা অন্যতম বড় লক্ষ্য।