দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন আবারও পর্দায় ফিরছেন সুরিয়ার বিপরীতে। দীর্ঘ ২০ বছর পর একসাথে কাজ করছেন এই দুই তারকা। সম্প্রতি ‘সুরিয়া ৪৫’ সিনেমায় তৃষার অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন পরিচালক আরজে বাজাজ।
পরিচালক টুইটারে (এক্স) তৃষাকে অভিনন্দন জানিয়ে লেখেন, “২২ বছরের সফল ক্যারিয়ারের জন্য তৃষাকে অভিনন্দন এবং আমরা আনন্দিত যে, ‘সুরিয়া ৪৫’ দিয়ে তার ২৩ তম বছরের যাত্রা শুরু করতে পারছি।”
এছাড়া, প্রযোজনা সংস্থা ড্রিম ওয়ারিয়র পিকচার্সও সুরিয়া এবং বাজাজের সঙ্গে তৃষার ২২ বছরের ক্যারিয়ারের উদযাপন করার একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে তারা সেটে কেক কাটছেন। ভিডিওতে তৃষা বলেন, “তার সঙ্গে আবার কাজ করতে পেরে আমি গর্বিত।”
তবে সিনেমায় তৃষার চরিত্র সম্পর্কে এখনো কিছু ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি সিনেমার সেটে তৃষা এবং সুরিয়াকে আইনজীবীর ইউনিফর্মে দেখা গেছে, যা দর্শকদের ধারণা দেয় যে, তারা হয়তো আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন।
২০০২ সালে, তৃষা এবং সুরিয়া ‘মৌনম পেশিয়াধে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এবং পরে ২০০৫ সালে ‘আরু’ সিনেমাতেও একসাথে কাজ করেন। যদিও তারা ২০০৪ সালে মানি রত্নাম পরিচালিত ‘আইথা এঝুথু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন, তবে সেখানে তাদের জুটি হয়নি। এছাড়া ২০১০ সালে তৃষার ‘মনমদান আম্বু’ সিনেমায় সুরিয়া একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।
তৃষা ২০০২ সালে ‘মৌনম পেশিয়াধে’ সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখেন এবং এ সিনেমা ছিল তার প্রথম প্রধান চরিত্র। গত ১৩ ডিসেম্বর এই সিনেমার ২২ বছর পূর্ণ হলো। এই উপলক্ষে তৃষা তার ইনস্টাগ্রাম পেজে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “সিনেমার জগতে ২২ বছর কাটানোর জন্য আমি সম্মানিত। ধন্যবাদ সবাইকে। ১৩.১২।”
তৃষা কৃষ্ণন ২০০৪ সালে তেলেগু সিনেমা ‘বর্ষম’ দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেন, যেখানে তিনি অভিনেতা প্রভাসের সঙ্গে অভিনয় করেছিলেন। বর্তমানে তৃষা ‘সুরিয়া ৪৫’ সিনেমার পাশাপাশি আরও বেশ কিছু সিনেমায় কাজ করছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বিদামুয়াচি’ (আজিতের সঙ্গে), ‘গুড ব্যাড আগলি’ (চিরঞ্জীবীর সঙ্গে), ‘বিশ্বম্ভরা’ (চিরঞ্জীবী), ‘থাগ লাইফ’ (কামাল হাসানের সঙ্গে), এবং ‘আইডেনটিটি’ (তোভিনো থমাসের সঙ্গে)।