‘আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মুক্তিযোদ্ধা ভবন হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল কাদের শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. আসমত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জুবায়ের জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইঁয়া, শচীন্দ্র নাথ, সাংবাদিক মামুনুর রশীদ, সিপির টিম লিডার দেবাশীষ রায়সহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধিগণ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
দাকোপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- দাকোপ প্রতিনিধি
- আপডেট সময় ০১:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ