খুলনার পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আপোষের শর্তে জামিন নেওয়ার পরও বাদীর সঙ্গে আপোষ না করে এবং নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন।
মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, তার সহযোগী আক্তার গোলদার এবং আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা পৌরসভাধীন সরল বাজার এলাকায় বেআইনিভাবে অনধিকার প্রবেশ, জমি দখল ও ক্ষতিসাধনের অভিযোগ এনে মামলা করেন। মামলার নম্বর সিআর ৮২৬/২৩।
মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা সেখানে শেখ রাসেল স্মৃতি সংসদের ঘর নির্মাণ করেন এবং বাদীর নির্মাণাধীন স্থাপনার ক্ষতি সাধনসহ মজুত রাখা ইট, বালি, খোয়া নিয়ে যান। বাদীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
আদালতের নির্দেশে সিআইডি খুলনা তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত আসামিদের সমন জারি করেন। গত ২৪ ডিসেম্বর ২০২৪ মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগী আপোষ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে জামিন নেন।
তবে জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সঙ্গে কোনো আপোষ করেননি এবং মামলার ধার্য তারিখ বৃহস্পতিবার (১৩ মার্চ) আদালতে হাজির হননি। এতে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক।