ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
উন্নয়ন কাজের অগ্রগতি অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দিয়েছি: আব্দুল মতিন বোয়ালখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই লক্ষ্মীপুর হাসপাতালে রোগীদের হয়রানি, ২ নারীসহ ৭ দালাল আটক রাজশাহীর তানোরে বিএনপির ইফতার মাহফিলে দু’পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত বগুড়ায় খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ বগুড়ায় ১০০ গ্রাম হেরোইনসহ বাসযাত্রী গ্রেপ্তার মামলায় আপোষ না করায় পাইকগাছা পৌর মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী শ্রীমঙ্গলে পৌরসভার উদ্যোগে কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে ধর্ষণ ও নিপীড়নবিরোধী পদযাত্রা ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মামলায় আপোষ না করায় পাইকগাছা পৌর মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী

পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর

খুলনার পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আপোষের শর্তে জামিন নেওয়ার পরও বাদীর সঙ্গে আপোষ না করে এবং নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন।

মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, তার সহযোগী আক্তার গোলদার এবং আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা পৌরসভাধীন সরল বাজার এলাকায় বেআইনিভাবে অনধিকার প্রবেশ, জমি দখল ও ক্ষতিসাধনের অভিযোগ এনে মামলা করেন। মামলার নম্বর সিআর ৮২৬/২৩।

মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা সেখানে শেখ রাসেল স্মৃতি সংসদের ঘর নির্মাণ করেন এবং বাদীর নির্মাণাধীন স্থাপনার ক্ষতি সাধনসহ মজুত রাখা ইট, বালি, খোয়া নিয়ে যান। বাদীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

আদালতের নির্দেশে সিআইডি খুলনা তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত আসামিদের সমন জারি করেন। গত ২৪ ডিসেম্বর ২০২৪ মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগী আপোষ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে জামিন নেন।

তবে জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সঙ্গে কোনো আপোষ করেননি এবং মামলার ধার্য তারিখ বৃহস্পতিবার (১৩ মার্চ) আদালতে হাজির হননি। এতে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন কাজের অগ্রগতি অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দিয়েছি: আব্দুল মতিন

Verified by MonsterInsights

মামলায় আপোষ না করায় পাইকগাছা পৌর মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী

আপডেট সময় ০৫:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

খুলনার পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আপোষের শর্তে জামিন নেওয়ার পরও বাদীর সঙ্গে আপোষ না করে এবং নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন।

মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, তার সহযোগী আক্তার গোলদার এবং আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা পৌরসভাধীন সরল বাজার এলাকায় বেআইনিভাবে অনধিকার প্রবেশ, জমি দখল ও ক্ষতিসাধনের অভিযোগ এনে মামলা করেন। মামলার নম্বর সিআর ৮২৬/২৩।

মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা সেখানে শেখ রাসেল স্মৃতি সংসদের ঘর নির্মাণ করেন এবং বাদীর নির্মাণাধীন স্থাপনার ক্ষতি সাধনসহ মজুত রাখা ইট, বালি, খোয়া নিয়ে যান। বাদীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

আদালতের নির্দেশে সিআইডি খুলনা তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত আসামিদের সমন জারি করেন। গত ২৪ ডিসেম্বর ২০২৪ মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগী আপোষ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে জামিন নেন।

তবে জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সঙ্গে কোনো আপোষ করেননি এবং মামলার ধার্য তারিখ বৃহস্পতিবার (১৩ মার্চ) আদালতে হাজির হননি। এতে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক।