পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাঙ্গুড়া দিলপাশার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের হাট উধুনিয়া গ্রামের আ. রহিমের ছেলে।
জানা গেছে, জহুরুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলা হাট উধুনিয়া গ্রামের নিজবাড়ি থেকে পার্শ্ববর্তী থানা উল্লাপাড়ার একটি কমিউনিটি ক্লিনিকে চাকরি করতেন সেখানে যাওয়ার সময় দিলপাশার রেলগেট এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, ‘সকাল আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আসছিল।’
এমন সময় ভাঙ্গুড়া দিলপাশার রেলগেটের ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য কাজিটোল কমিনিউটি ক্লিনিকে যাচ্ছিলেন জহুরুল। এই সময় আন্তঃনগর ধুমকেতু ট্রেন এলে সেটিতে ধাক্কা লেগে মাথা, শরীর ও পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রেনে কাটা পড়ে ওই যুবকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গত বুধবার (১২ মার্চ) ও একই উপজেলার ভাঙ্গুরা রেলওয়ে স্টেশন পার্শ্ববর্তী রেললাইনে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যান।