পাবনার ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রমজানে যানজট নিরসন, ঈদে হাট-বাজারগুলোতে আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।