সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতার ব্যানারে মৌলভীবাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পদযাত্রার প্রারম্ভিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে চৌমুহনা হয়ে সেন্ট্রাল রোডে ধরে চলতে থাকে। সেন্ট্রাল রোডের সিকান্দার আলী পয়েন্ট থেকে পদযাত্রা ঘুরে চৌমুহনায় এসে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে বেলা ১টায় পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়।
কর্মসূচির সভাপতিত্ব করেন এডভোকেট আবুল হাসান এবং সমাবেশ পরিচালনা করেন রাজিব সূত্রধর।
প্রারম্ভিক সমাবেশে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের হৃদয় অধিকারী, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, শিক্ষার্থী ফারাবী ইসলাম, সাবিহা আক্তার পলি, ইমতিয়াজ আহমেদ, সাকিব বক্স, শ্যামল সরকার, ইভা রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন, বিশ্বজিৎ নন্দী, শিক্ষানবিশ আইনজীবী উসমিতা পাল।
চৌমুহনায় পদযাত্রার সমাপনী সমাবেশ এডভোকেট আবুল হাসানের বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।