ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলা বিএনপিতে কোনো বেয়াদবের জায়গা থাকবে না: হীরা মানুষের কাজ করতে হবে হৃদয় উজার করে: মহসিন মিয়া মধু পাবনা জেল সুপারের মানবিকতায় কারাগার থেকে নিজ দেশে ফিরে গেলেন নেপালী যুবক পাবনায় শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন: পিআইও আবুল কালাম আজাদ ও স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের মামলা মির্জাপুরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার রমজানে ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে “মানুষের পাশে আমরা, যশোর” বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০ বিবেকের জাগরণ: কখন আসবে আমাদের চেতনার আলো? রাজশাহীতে চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা বদলগাছীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির মামলা

জুলাই-আগস্ট মাসে চলাকালীন কোটাবিরোধী আন্দোলনে ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে দলের গুম-খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মো. সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন।

এ অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি অংশগ্রহণ করে। ওই সময়ে ৮৪৮ জন বিএনপি নেতাকর্মী নিহত হয়েছেন এবং তাদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। এছাড়া, সেদিনের বিভিন্ন ঘটনার ছবি, ভিডিও এবং মামলা এজাহারও জমা দেওয়া হয়েছে, যা প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক র‌্যাব ডিজিসহ অন্যান্য সংশ্লিষ্টদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হত্যার সঠিক বিচার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এটি প্রথম নয়; এর আগেও গত ৯ জানুয়ারি বিএনপি ২০০৮ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পৃথক আবেদন দাখিল করেছিল, যেখানে শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

এখন, বিএনপি তাদের সদস্যদের হত্যাকাণ্ড ও গুমের জন্য দ্রুত বিচার চাচ্ছে, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলা

Verified by MonsterInsights

শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির মামলা

আপডেট সময় ০৪:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

জুলাই-আগস্ট মাসে চলাকালীন কোটাবিরোধী আন্দোলনে ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে দলের গুম-খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মো. সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন।

এ অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি অংশগ্রহণ করে। ওই সময়ে ৮৪৮ জন বিএনপি নেতাকর্মী নিহত হয়েছেন এবং তাদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। এছাড়া, সেদিনের বিভিন্ন ঘটনার ছবি, ভিডিও এবং মামলা এজাহারও জমা দেওয়া হয়েছে, যা প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক র‌্যাব ডিজিসহ অন্যান্য সংশ্লিষ্টদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হত্যার সঠিক বিচার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এটি প্রথম নয়; এর আগেও গত ৯ জানুয়ারি বিএনপি ২০০৮ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পৃথক আবেদন দাখিল করেছিল, যেখানে শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

এখন, বিএনপি তাদের সদস্যদের হত্যাকাণ্ড ও গুমের জন্য দ্রুত বিচার চাচ্ছে, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।