টাঙ্গাইলের নাগরপুর বাজারে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) নাগরপুর বাজারে মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, নাগরপুর উপজেলায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট মো. আতিকুর রহমান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।
বাজার মনিটরিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন, পু”রো রমজান মাসে জুড়ে চলবে এই অভিযান অব্যহত থাকবে। অতিরিক্ত মুনাফা অর্জনে বাড়তি দাম না নেয়া এবং খাদ্য ভেজাল দিয়ে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রথমবারের মতো সর্তক করা হলো।”