ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ৭ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলে খালাস দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন। মাহমুদুর রহমানের পক্ষের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
খালাস পাওয়ার পর মাহমুদুর রহমান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন না হলে হয়তো আমি খালাস পেতাম না।”
এর আগে, গত বছরের ২৯ সেপ্টেম্বর, বিদেশ থেকে দেশে ফিরে এই মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন মাহমুদুর রহমান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছিল। ৩ অক্টোবর আদালতে আপিল করেন তিনি এবং পরবর্তীতে জামিন পান।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের সেপ্টেম্বরের দিকে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশ পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি, পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে।
এই মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য প্রদান করেছিলেন। গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত, আমার দেশ পত্রিকার তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। তবে আপিলের পর আজ আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে সব অভিযোগ বাতিল করে তাকে খালাস দেয়।