টসে জিতে অধিনায়কের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শুরুতে সঠিকই প্রমাণ করেছিল বাংলাদেশের বোলাররা। পেসাররা পাওয়ার প্লেতে নিজেদের কার্যকারিতা প্রমাণ করে নতুন বলে ভারতীয় দলের ওপর চাপ সৃষ্টি করে ম্যাচের গতিপথ নিজেদের নিয়ন্ত্রণে নেন, তবে এরপর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ ভারতীয় ব্যাটাররা নিয়ে নেন।
বুধবার (৯ অক্টোবর) পাওয়ার প্লেতে তিন উইকেট নিলেও ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেট হারিয়ে ১০১ রান।
নতুন বল মেহেদি হাসান মিরাজের হাতে তুলে দেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে ইনিংস ওপেন করতে এসে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি মিরাজ। তিন বাউন্ডারিতে প্রথম ওভারেই ১৫ রান খরচ করেন এই ডানহাতি অফ স্পিনার।
ষষ্ঠ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে সাজঘরে ফিরেছেন সূর্যকুমার যাদব। ১০ বলে ৮ রান করে ফেরেন ভারতীয় অধিনায়ক।
অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজের প্রথম ওভার থেকে ১৫ রান তুলে নেয় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ সাঞ্জু স্যামসনকে (১০) ফিরিয়ে এনে দেন সাফল্য। তানজিম হাসান সাকিব এসে অভিষেক শর্মাকে (১৫) বোল্ড করেন।
এই মাত্র পাওয়াঃ
পাওয়ার প্লেতে ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেললো বাংলাদেশ
-
ক্রীড়া প্রতিবেদক
- আপডেট সময় ০৯:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- ৫৬৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ